ইন্টারনেটে চরমপন্থা প্রচার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা দরকার: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
  2017-03-24 18:25:48  cri
মার্চ ২৪: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইন্টারনেট ব্যবহার করে চরমপন্থিরা যাতে নিজেদের আদর্শ প্রচার করতে না-পারে, তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তিনি গতকাল (বৃহস্পতিবার) নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি সম্মেলনশেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন।

ব্রিটিশ মন্ত্রী বলেন, গত বুধবার লন্ডন পার্লামেন্টভবনের কাছে সংঘটিত সন্ত্রাসী হামলায় হতাহতরা ১১টি দেশের নাগরিক। এ হামলা শুধু লন্ডনের জন্য নয়, গোটা বিশ্বের জন্য একটি বড় আঘাত।

তিনি আরও বলেন, ইন্টারনেটে চরমপন্থি মতবাদের পক্ষে প্রচার-প্রচারণা রোধে সংশ্লিষ্ট আইটি কোম্পানি ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বিশেষ দায়িত্ব আছে। ইন্টারনেটে যে-সব তথ্য আপলোড করা হয়, সেগুলো নিয়মিত পরীক্ষা করা দরকার। যদি সে-সব তথ্যে চরমপন্থার পক্ষে কিছু থাকে, তবে তা অবিলম্বে মুছে দিতে হবে। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040