অর্থনীতির বিশ্বায়নকে চীন দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাবে: চাং কাও লি
  2017-03-24 18:21:45  cri
মার্চ ২৪: চীনের উপ-প্রধানমন্ত্রী চাং কাও লি বলেছেন, অর্থনীতির বিশ্বায়ন প্রক্রিয়াকে তার দেশ বরাবরের মতোই দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাবে। তিনি আজ (শুক্রবার) চীনের হাইনান প্রদেশে আয়োজিত বোআও এশীয় অর্থনীতি ফোরামে দেশি-বিদেশি শিল্পপতিদের সঙ্গে সাক্ষাত্কালে এ প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, অর্থনীতির বিশ্বায়ন হচ্ছে সামাজিক উত্পাদনক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তিগত অগ্রগতির হাতিয়ার। এ প্রক্রিয়া বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা পালন করছে এবং অনেক দেশের জন্য উন্নয়নের সুযোগ সৃষ্টি করেছে। তাই, এই প্রক্রিয়াকে সব বাধা অতিক্রম করেই চালু রাখতে হবে এবং সব ধরনের বাণিজ্যিক সংরক্ষণবাদের বিরোধিতা করতে হবে।

চাং কাও লি আরও বলেন, বর্তমানে বৈশ্বিক অর্থনীতি উন্নয়নের গুরুত্বপূর্ণ সময়পর্ব অতিক্রম করছে। আমাদের উচিত শিল্প-বিপ্লব ও ডিজিটাল অর্থনীতির সুযোগ কাজে লাগিয়ে সংস্কার ও উদ্ভাবনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাওয়া। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040