বোয়াওতে 'গণমাধ্যম নেতাদের গোলটেবিল বৈঠক' অনুষ্ঠিত
  2017-03-24 15:49:14  cri

মার্চ ২৪: গতকাল (বৃহস্পতিবার) চীনের হাইনান প্রদেশের বোয়াওতে 'বোয়াও এশিয়া ফোরামে'র চলতি বছরের 'গণমাধ্যম নেতাদের গোলটেবিল বৈঠক' অনুষ্ঠিত হয়েছে। চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, থাইল্যান্ড ও তুরস্কসহ ১৫টি দেশের ২১ জন গণমাধ্যম ব্যক্তিত্ব 'এশীয় গণমাধ্যম সহযোগিতার ভবিষ্যত' নিয়ে আলোচনা করেছেন এবং একটি এশীয় গণমাধ্যম সহযোগিতা সংস্থা গঠনে একমত হয়েছেন। বর্তমানে সারা বিশ্বের ২৩টি গণমাধ্যম ও সংস্থা এ প্রস্তাবের উদ্যোগ নেয়।

আজকের সংবাদ পর্যালোচনায় এ বিষয়ে বিস্তারিত তুলে ধরছি আমি লি ওয়ান লু শিশির।

বোয়াও এশীয় ফোরাম, চীন আন্তর্জাতিক বেতার ও চায়না গণকূটনীতিক সংস্থা যৌথভাবে 'গণমাধ্যম নেতাদের গোলটেবিল বৈঠকে'র আয়োজন করেছে। বোয়াও এশীয় ফোরামের পরিচালক, নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেনি শিপলে অনুষ্ঠানে এক ভাষণে বলেন, "স্পষ্টভাবে বলতে চাই, বিশ্বায়নের সম্পর্কে চিন্তিত না হয়ে গর্বিত ও উত্সাহী হওয়া উচিত্‌। এ কাজে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি গণমাধ্যম 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ ভালোভাবে তুলে ধরতে না পারে, তাহলে আমরা এ উদ্যোগের তাত্পর্য বুঝতে পারবো না।

গত বছর 'গণমাধ্যম নেতাদের গোলটেবিল বৈঠকে' ৮টি দেশের ১৩টি গণমাধ্যম 'এশীয় গণমাধ্যম সহযোগিতা সংস্থা' প্রতিষ্ঠার আহবান জানায় এবং চলতি বছরের বৈঠকে এ প্রস্তাবের দাবি আরও জোরালো হয়।

'গণমাধ্যম নেতাদের গোলটেবিল বৈঠকে'র চেয়ারম্যান, চীন আন্তর্জাতিক বেতারের মহাপরিচালক ওয়াং কেং নিয়ান বলেন

আন্তর্জাতিক সম্প্রচার ক্ষমতার উন্নয়ন এবং কথা বলার অধিকার জোরদারে সব এশীয় গণমাধ্যম একমত হয়েছে। আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যম। অদূর ভবিষ্যতে, গণমাধ্যম, সরকার ও কোম্পানি নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক, আন্তঃআঞ্চলিক পেশাদার সংস্থা প্রতিষ্ঠিত হবে, যা এশীয় গণমাধ্যমের প্রচারণা ক্ষমতা ও আন্তর্জাতিক প্রভাব উন্নত করবে।

বৈঠক চলাকালে, অংশগ্রহণকারী গ্রুপ আলোচনার সাফল্য বিনিময় করেন। গ্রুপ আলোচনায় তিনটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়। এশীয় গণমাধ্যম সহযোগিতা সংস্থানীতি, কীভাবে 'গণমাধ্যম নেতাদের গোলটেবিল বৈঠকে'র ভিত্তিতে একটি গণমাধ্যম প্ল্যাটফর্ম ও তার সংশ্লিষ্ট পণ্য তৈরি করা হবে এবং কী কী বিষয়ে এশীয় গণমাধ্যম সহযোগিতা সংস্থা ভূমিকা পালন করবে এবং সমস্যা সমাধান করবে।

মঙ্গোলিয়া জাতীয় গণবেতারের মহাপরিচালক বায়ার সেই খান তার ভাষণে বলেন "একটি নিউ মিডিয়া প্লাটফর্ম প্রতিষ্ঠিত হলে নানা দেশের গণমাধ্যম সেখানে তথ্য বিনিময় করতে পারে এবং একসাথে ঐতিহাসিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান তৈরি করতে পারে। তা ছাড়া, সবাই এ প্লাটফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারে।"

ক্যাম্বোডিয়ার জাতীয় বেতারের মহাপরিচালক কেম উনাওয়াধা তার ভাষণে বলেন,

"এশীয় গণমাধ্যম সহযোগিতা সংস্থার উচিত সার্বিক ও সঠিক তথ্য বিনিময় করা, পরস্পরের মৈত্রী ও উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালন করা। এশীয় দেশগুলোর নিজস্ব দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য আছে এবং প্রাচীনকাল থেকে তারা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। তারা পরস্পর সাংস্কৃতিক সাফল্য ও উন্নয়ন বিনিময় করেছে।"

বোয়াও এশীয় ফোরামের একটি শাখা হিসেবে গণমাধ্যম নেতাদের গোলটেবিল বৈঠক কয়েক বছরের আলোচনা ও বাস্তব অনুশীলনের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ ও গণমাধ্যম সহযোগিতার একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040