সংক্ষিপ্ত বিশ্বসংবাদ ০৩/২৪
  2017-03-24 14:39:38  cri
নতুন দফা সিরিয়াবিষয়ক জেনিভা শান্তি বৈঠক শুরু

জাতিসংঘের নেতৃত্বে পুনরায় সিরিয়াবিষয়ক জেনিভা শান্তি আলোচনা শুরু হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) এ বৈঠক শুরু হয়। জাতিসংঘ মহাসচিবের সিরিয়াবিষয়ক বিশেষ সহকারী দূত রামজি ইজেলেদ্দিন রামজি এদিন সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে প্রাথমিক অনানুষ্ঠানিক আলোচনায় অংশ নেন।

জাতিসংঘ মহাসচিবের সিরিয়বিষয়ক বিশেষ দূত স্তেফান দ্য মিস্তুরা শুক্রবার এ বৈঠকে যোগ দিয়েছেন।

সিরিয়া সরকার ও বিরোধী দলগুলোর সঙ্গে জেনিভায় পঞ্চম দফা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে অংশগ্রহণকারী পক্ষগুলো যুদ্ধবিরতি বাস্তবায়ন, জাতীয় ঐক্যের সরকার গঠন, সংবিধান সংশোধন, নির্বাচন ও সন্ত্রাস দমনসহ বিভিন্ন ইস্যুতে কথা বলবে এবং সমস্যা সমাধানে রাজনৈতিক পথ খুঁজে বের করার চেষ্টা করবে বলে উল্লেখ করা হয়।

ইন্টারনেটে চরমপন্থার বিস্তার রোধ করা উচিত: ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী

গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ সপ্তরদপ্তরে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, সাইবার নেটওয়ার্ক ও সোশ্যাল মিডিয়া কোম্পানির উচিত ইন্টারনেটের মাধ্যমে চরমপন্থা বিস্তার প্রতিহত করা এবং এভাবে মানুষের ওপর নেতিবাচক প্রভাব ঠেকানো।

সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের বাইরে এক সন্ত্রাসী হামলার পর এ মন্তব্য করলেন তিনি।

আফগানিস্তানের উত্তরাঞ্চলের চেক পোস্টে গোলাগুলিতে নয় পুলিশ নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের পুলিশ গতকাল (বৃহস্পতিবার) জানায়, এদিন প্রদেশটির এক নিরাপত্তা চৌকিতে নিজেদের গোলাগুলিতে নয় পুলিশ সদস্য নিহত হয়েছে।

এদিকে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেনি।

(জিনিয়া ওয়াং)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040