ইতালির গ্রান প্যারাডিসো ন্যাশনাল পার্ক নির্মাণ ও উন্নয়ন
  2017-03-25 19:02:37  cri

বন্ধুরা, দক্ষিণ ইউরোপের দেশ ইতালির আয়তন প্রায় ৩ লাখ বর্গ কিলোমিটার। এর মধ্যে ২৪টি জাতীয় পার্ক ইতালির আয়তনের ৫ শতাংশ। ২৪টি জাতীয় পার্ক প্রাণী ও উদ্ভিদ এবং পরিবেশ সুরক্ষার দায়িত্ব পালন করে থাকে। ইতালির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত দেশটির জাতীয় পার্ক 'গ্রান প্যারাডিসো ন্যাশনাল পার্ক' ১৯২২ সালে নির্মিত হয়। পার্কটির পরিবর্তনের মাধ্যমে ইতালির জাতীয় পার্কব্যবস্থা প্রতিষ্ঠা ও উন্নয়নের ইতিহাস প্রতিফলিত হয়। আজকের অনুষ্ঠানের শুরুতে আমি ইতালির জাতীয় পার্ক ব্যবস্থা নিয়ে কিছু কথা বলবো। গ্রান প্যারাডিসো ন্যাশনাল পার্ক হলো ইতালির প্রথম জাতীয় পার্ক। প্রথমে তা প্রতিষ্ঠার লক্ষ্য ছিলো আল্পসের বন্য ছাগবিশেষ সুরক্ষা করা। এ সম্পর্কে পার্কটির পরিচালনা ব্যুরোর প্রধান ইতালো চেরিসে বলেন, গ্রান প্যারাডিসো ন্যাশনাল পার্ক হলো ইতালির

প্রথম জাতীয় পার্ক। তা ১৯২২ সালে নির্মিত হয় এবং মোট আয়তন ৭১ হাজার বর্গ কিলোমিটার। গ্রান প্যারাডিসো ন্যাশনাল পার্ক নির্মাণের মাধ্যমে আল্পস বন্য ছাগবিশেষ সুরক্ষা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখানে বন্য ছাগবিশেষের পরিমাণ ছিলো ৪শ'রও কম। আমরা সুরক্ষাব্যবস্থা নেয়ার পর বর্তমানে এখানে বন্য ছাগবিশেষের পরিমাণ ৫০ হাজার।' গ্রান প্যারাডিসো ন্যাশনাল পার্ক নির্মাণের সময় পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষা করা ছিলো ইতালির জাতীয় পার্কের একমাত্র লক্ষ্য। কিন্তু এছাড়াও ইতালির কোনো জাতীয় পার্ক পরিচালনার ব্যবস্থা ছিলো না। ১৯৯১ সালে ইতালি সরকার একটি ঐক্যবদ্ধ জাতীয় পার্কব্যবস্থা প্রতিষ্ঠা করে। এ বছরে ইতালি 'প্রকৃতিরক্ষা এলাকা' ৩৯৪ নম্বর আইন প্রকাশ করে। আইন অনুযায়ী, যে প্রকৃতির বিজ্ঞান গবেষণা, সংস্কৃতি, শিক্ষা ও পর্যটন মূল্য আছে, তা জাতীয় পার্ক ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়। আইনে জাতীয় পার্কের বিস্তারিত পরিচালনা ব্যবস্থা নির্ধারিত হয়। আইন প্রকাশ করার পর ইতালির জাতীয় পার্ক ব্যবস্থার উন্নয়ন ত্বরান্বিত করা হয়। ইতালির ২৪ টি জাতীয় পার্কের মধ্যে ১৮টি এ আইন প্রকাশ করার পর নির্মিত হয়। অবশ্য গ্রান প্যারাডিসো ন্যাশনাল পার্ক এ ধরনের পুরনো পার্ক অনেক পরিবর্তন ও উন্নত হয়। আইন অনুযায়ী ইতালির জাতীয় পার্ক পরিচালনা ও ব্যবস্থাপনার বিশেষ ব্যুরো প্রতিষ্ঠিত হয়। এ সম্পর্কে চেরিসে বলেন,'পরিচালনা ব্যুরো সরাসরি গ্রান প্যারাডিসো ন্যাশনাল পার্ক ব্যবস্থাপনা করে। বর্তমানে পার্কে ৮৮জন কর্মী আছে। তারা পেশাদার। তারা পার্কে প্রাণীবৈচিত্র্য পর্যবেক্ষণ করেন। যেমন প্রতিটি পশুকে চিহ্নিত করেন তারা এবং আমাদেরকে বিভিন্ন বিজ্ঞান গবেষণায় সহায়তা করেন।'

'প্যারাডিসো' ইতালিয়া ভাষায় অর্থ হলো 'স্বর্গ'। অনেক বছরের প্রচেষ্টায় ৫০ ধরনেরও বেশি স্তন্যপায়ী প্রাণী, একশ'রও বেশি ধরনের পাখি, প্রায় এক হাজার উদ্ভিদ এবং ৮ হাজারেরও বেশি স্থানীয় নাগরিক এখন সুখ ও শান্তিতে স্বর্গপার্কে বাস করছে। কিন্তু জাতীয় পার্ক নির্মাণের প্রক্রিয়ায় স্থানীয় নাগরিক ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার মধ্যে গুরুতর মতভেদ ছিলো। ৩৯৪ নম্বর আইন প্রকাশ করার পর জাতীয় পার্ক প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার ভিত্তিতে যথাযথভাবে পর্যটন উন্নত হয়। গ্রান প্যারাডিসো ন্যাশনাল পার্কে এ পর্যন্ত ৯টি বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্পর্কিত পর্যটন ব্যবস্থা আছে। পর্যটন শিল্প উন্নয়নের পাশাপাশি মানুষ ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার মধ্যে মতভেদ সমাধান করা হয়। এ সম্পর্কে চেরিসে বলেন, 'আমাদের পার্কে ১৩টি থানা রয়েছে এবং এতে লোকসংখ্যা প্রায় ৮ হাজার। কিন্তু পরিবেশরক্ষা এলাকার মাত্র প্রায় ৩শ স্থানীয় আদিবাসী। আগে আমাদের আদিবাসীর মধ্য মতভেদ বেশি ছিলো। প্রধান কারণ হলো তাদের কৃষি কাজ। কিন্তু পার্কে কোনো কৃষি হবে না। এখন

সবকিছুর সমস্যা সমাধান করা হয়েছে। কারণ আমরা পর্যটন শিল্প উন্নয়ন করছি। তাদের কৃষিঅর্থনীতি পর্যটন সেবাশিল্পে পরিণত হয়েছে। আমাদের সম্পর্কও অনেক উন্নত হয়েছে।' পর্যটন শিল্প উন্নয়নের মাধ্যমে স্থানীয় আদিবাসীর জীবনযাত্রার মান উন্নত হয় এবং পার্কের আয় বেড়ে যায়। কিন্তু পার্কের আয় পার্ক রক্ষার জন্য খুবই কম। বর্তমানে ইতালি সরকার প্রতি বছর গ্রান প্যারাডিসো ন্যাশনাল পার্কের জন্য ৮০ বিলিয়ন ইউরো বরাদ্দ করে। পার্কের ব্যয় ওয়েবসাইটে চেক করা যায়। এ সম্পর্কে চেরিসে বলেন, 'আমাদের প্রধান অর্থ সরকার বরাদ্দ করে থাকে। কারণ গ্রান প্যারাডিসো ন্যাশনাল পার্ক হলো জাতীয় পার্ক। এছাড়াও স্থানীয় সরকারও বরাদ্দ করে থাকে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র বিজ্ঞান গবেষণা পরিকল্পনা আমাদের কিছু আর্থিক সমর্থন দেয়। আমাদের পার্কের কোনো টিকিট নেই। সেজন্য আমাদের আয় খুবই কম। যদিও আমাদের পর্যটন ব্যবস্থা রয়েছে, তবুও এর আয় ব্যয়ের চেয়ে খুবই কম।' সরকারের অর্থ বরাদ্দের কারণে পার্কের চাপ অনেক কমেছে। প্রতি জুলাই মাসে গ্রান প্যারাডিসো ন্যাশনাল পার্ক 'প্রকৃতির প্রতি ভালোবাসা ও সুরক্ষা' নামের গ্রীষ্মকালীন ক্যাম্প আয়োজন করে। প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা বাবা-মায়ের সঙ্গে পার্ক পরিদর্শন করে।

চেরিসে বলেন, প্রতি বছর প্রায় দুই হাজার শিক্ষার্থী এ ক্যাম্পে অংশ নেয়। তিনি বলেন, 'আমাদের ধারণা হলো প্রকৃতিকে ভালোবাসা ও সুরক্ষা করা। আমরা শিশুদেরকে জানাবো যে, গ্রান প্যারাডিসো ন্যাশনাল পার্কে কি কি আছে। তাদেরকে পার্কটির সৌন্দর্যের কথা জানাবো। আমরা আশা করি, তারা আমাদের কাজ উত্তরাধিকার করবে এবং অব্যাহতভাবে এখানে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা করতে থাকবে।'
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040