বিশ্ব পানি দিবস: ২০১৭-- পানির অপচয় কেন !!
  2017-03-23 15:51:52  cri
প্রতি বছর ২২ মার্চ বিশ্ব পানি দিবস। বিশ্বে পানি সংকট মোকাবিলায় সচেতনতা জাগ্রত করাই এ দিবসের লক্ষ্য। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৬৬ কোটি ৩০ লাখ লোক সুপেয় পানি থেকে বঞ্চিত। তারা কলের জল ব্যবহার করতে পারে না, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে অথবা দীর্ঘ পথ হেঁটে পানি সংগ্রহ করে। আর সে পানিও বিশুদ্ধ নয়, দূষিত। যা পানে মৃত্যু ঝুঁকি বা অসুস্থতার আশঙ্কা আছে।

এমন পরিবেশে মানুষ বিশেষ করে শিশুরা অসুস্থ হয়। নিরাপদ পানির অভাবে বিশ্বে প্রতি মিনিটে একটি নবজাতক মারা যায়!

২০১৭ সালের পানি দিবসের প্রতিপাদ্য "পানির অপচয় কেন?" আজ আমরা বিশ্বের বিভিন্ন স্থান থেকে সুপেয় পানির কিছু ছবি বাছাই করেছি এবং আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন সারা বিশ্বে পানি সংকট কেমন!

১. সোমালিয়ার বালিগুব্যাডলে গ্রামে মারাত্মক খরার মধ্যে, এক নারী গাধা নিয়ে পানি আনতে চলছে। তার সঙ্গে যেনো পশুর হাড়! Red cross/reuters

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040