চীন ও পাকিস্তান আর্থিক করিডোরে বিদ্যুত কেন্দ্র নির্মাণ শুরু
  2017-03-22 11:10:55  cri
মার্চ ২২: গতকাল (সোমবার) পাকিস্তানের বালুচিন্তান প্রদেশের হুব অঞ্চলে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের বিদ্যুতকেন্দ্র নির্মাণকাজ শুরু হয়েছে। এটি দু'দেশের মধ্যে বড় ধরনের কয়লা ভিত্তিক জ্বালানি প্রকল্প।

এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৯৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এতে চীনের বিদ্যুত্ পুঁজি বিনিয়োগ কোম্পানি ৭৪ শতাংশ এবং পাকিস্তানের হুব বিদ্যুত্ লিমিটেড কোম্পানি ২৬ শতাংশ অর্থ বিনিয়োগ করবে। প্রকল্প চালু হলে প্রতিবছর ৯০ কোটি কিলোওয়াট বিদ্যুত্ উত্পাদন হবে, যা পাকিস্তানের ৪০ লাখ পরিবারকে বিদ্যুত্ সরবরাহ করবে।

পাক পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করে বলেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর পাকিস্তানের জ্বালানি খাত উন্নয়নে সাহায্য করবে এবং দেশের জ্বালানি ঘাটতি দূর করবে। আঞ্চলিক সহযোগিতা জোরদারের গুরুত্বপূর্ণ এ প্রকল্প পাক অর্থনীতির উন্নয়নে অবদান রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

কারাচিতে নিযুক্ত চীনা কনসুল জেনারেল ওয়াং ইয়ু বলেন, এ প্রকল্পে বিদ্যুত্ উত্পাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরে জ্বালানি সহযোগিতার অন্যতম এ দৃষ্টান্তের প্রতি শুভকামনা জানান তিনি।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040