কলম্বোয় শ্রীলংকার প্রেসিডেন্টের সঙ্গে চীনের প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাত্
  2017-03-21 19:02:08  cri
মার্চ ২১: শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে গতকাল (সোমবার) কলম্বোয় সাক্ষাত্ করেন সফররত চীনের রাষ্ট্রীয় পরিষদের সদস্য ও প্রতিরক্ষামন্ত্রী ছাং ওয়ান ছুয়ান।

সাক্ষাতের সময় সিরিসেনা বলেন, শ্রীলংকা ও চীনের মৈত্রী সুদীর্ঘকালের। দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর চীন অর্থনীতি, কৃষি, প্রযুক্তি, শিক্ষা ও প্রতিরক্ষাসহ নানা ক্ষেত্রে শ্রীলংকাকে ব্যাপক সমর্থন ও সহায়তা দিয়েছে। তাতে কৃতজ্ঞতা প্রকাশ করে কলম্বো। শ্রীলংকা অব্যাহতভাবে চীনের সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্প এগিয়ে নিতে এবং বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। চীনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে চীনের দৃষ্টিভঙ্গি সমর্থন দিয়ে যাবে শ্রীলংকা।

সাক্ষাতের সময় ছাং ওয়ান ছুয়ান প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পক্ষ থেকে প্রেসিডেন্ট সিরিসেনার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, চলতি বছর চীন-শ্রীলংকা সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী এবং চাল ও রাবার বিনিময় চুক্তি স্বাক্ষরের ৬৩তম বার্ষিকী। এ উপলক্ষ্যে দু'প্রেসিডেন্ট গত ফেব্রুয়ারি মাসে পরস্পরের প্রতি অভিনন্দনবার্তা পাঠান। বার্তায় দু'নেতা চীন-শ্রীলংকা 'আন্তরিক ও পারস্পরিক সহায়তা প্রদান এবং বংশ থেকে বংশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক উন্নত করতে সম্মত হন। বর্তমানে দু'দেশের নানা ক্ষেত্রের সহযোগিতা সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে। চীন শ্রীলংকার সঙ্গে দু'দেশের যৌথ উন্নয়ন সাধন ও দু'দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনতে ইচ্ছুক। (ওয়াং তান হোং/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040