পাকিস্তানে বড় আকারের আদমশুমারি শুরু
  2017-03-17 10:17:49  cri
মার্চ ১৭: গত বুধবার পাকিস্তানে দীর্ঘ ১৯ বছর পর আবার বড় আকারের আদমশুমারি শুরু হয়েছে। পাকিস্তানের 'ডন' পত্রিকার খবরে প্রকাশ, সরকার এর জন্য প্রায় ৩ লাখ কর্মী নিয়োগ করেছে। আদমশুমারি দেশের ৬৩টি এলাকায় চালু হয়েছে।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, দেশটিতে প্রতি ১০ বছর পর একবার আদমশুমারি করতে হয়। তবে অর্থ সংকট, রাজনৈতিক সমস্যা এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করায় যথেষ্ট নিরাপত্তা রক্ষী নেই বলে ১৯৯৮ সালের আদমশুমারি সম্পন্ন হওয়ার পর দেশটিতে আদমশুমারি স্থগিত হয়ে যায়।

এবারের আদমশুমারি আগামী ২৫ মে সম্পন্ন হওয়ার কথা, প্রাথমিক ফলাফল ৫ অগাস্ট প্রকাশিত হবে। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040