এনপিসি'র পঞ্চম অধিবেশনে ২০১৬ সালের সরকারি কার্যবিবরণী পাস
  2017-03-16 10:12:21  cri

মার্চ ১৬: চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেস বা এনপিসি'র পঞ্চম অধিবেশন প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সরকারি কার্যবিবরণী আলোচনা পর গৃহীত হয়েছে। অধিবেশনে গেল এক বছর চীনের রাষ্ট্রীয় পরিষদের কাজকে স্বীকৃতি দেওয়া হয় এবং কার্যবিবরণীতে উল্লেখিত ২০১৭ সালের সার্বিক পদক্ষেপ, লক্ষ্যমাত্রা ও কর্তব্য, গুরুত্বপূর্ণ কাজ, নীতি ও ব্যবস্থাকে সম্মতি দেওয়া হয়।

সরবরাহ খাতের কাঠামোগত সংস্কার করে চাহিদা বাড়ানো এবং বৃদ্ধি বজায় রাখা, সংস্কার জোরদার করা, অবকাঠামোর সমন্বয় করা, জনগণের জীবনযাপন সহজ করা এবং ঝুঁকি মোকাবিলাসহ নানা কাজ ভালোভাবে করার আহবান জানায় অধিবেশন।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040