চীন-মার্কিন সম্পর্ক নিয়ে চীনা প্রধানমন্ত্রীর আশাবাদ
  2017-03-15 17:59:21  cri
মার্চ ১৫: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আজ (বুধবার) বেইজিংয়ে বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে কিছু সমস্যা ও মতভেদ থাকলেও সম্পর্ক এগিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ফোনালাপ করেছেন। দু'নেতা অভিন্নভাবে চীন-মার্কিন সম্পর্ক উন্নয়নে একমত হয়েছেন।

তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বেশ কয়েক দশক পার হয়েছে। দু'দেশ ব্যাপক অভিন্ন কল্যাণ ভাগাভাগি করেছে। দু'দেশের মধ্যে মতভেদ রয়েছে। কিন্তু কৌশলগত মনোভাব বজায় রেখে বিনিময় জোরদার করা ও সমঝোতা বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং।

দু'দেশের পারস্পরিক কল্যাণকর সম্পর্ক আঞ্চলিক ও বিশ্ব শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার সঙ্গে জড়িত। তাই চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নত করা উচিত বলে মন্তব্য করেন লি খ্য ছিয়াং।

(জিনিয়া ওয়াং/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040