চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আজ বুধবার বেইজিংয়ে এসব কথা বলেছেন। তিনি বলেন, চীন বিশ্বায়ন, বিশ্ব শান্তি ও উন্নয়নের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বৈশ্বিক শাসন ব্যবস্থা উন্নত করতে ইচ্ছুক চীন।
তিনি বলেন, অন্য দেশের মতো চীনও বিশ্বায়নের সুবিধাভোগী দেশ। বেশ কয়েক দশক ধরে চীন উন্মুক্তকরণ এগিয়ে নিচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, গত বছর চীন ১২৬০ কোটি মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ আকর্ষণ করেছে। চলতি বছর 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতামূলক ফোরাম অনুষ্ঠিত হবে। সে সময় আরও বেশি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য অঞ্চল গঠিত হবে।
(জিনিয়া ওয়াং/তৌহিদ)