মার্চ ১৫: বুধবার সকালে বেইজিংয়ে শেষ হলো চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেস বা এনপিসি'র পঞ্চম অধিবেশন। অধিবেশনে সরকারি কার্যবিবরণী, এনপিসি স্ট্যান্ডিং কমিটির কার্যবিবরণী অনুমোদিত হয়েছে। অধিবেশনে দেওয়ানি আইনের সাধারণ বিধি গৃহীত হয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ৬৬ নম্বর রাষ্ট্রপতির আদেশ স্বাক্ষর করেছেন। এদিন ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধির সংখ্যা ও নির্বাচনবিষয়ক সিদ্ধান্তসহ বিভিন্ন আইনি নথি গৃহীত হয়েছে।
তা ছাড়া ২০১৬ সালের জাতীয় অর্থনীতি এবং সামাজিক উন্নয়ন বিষয়ক পরিকল্পনা বাস্তবায়ন অবস্থা, ২০১৭ জাতীয় অর্থনীতি এবং সামাজিক উন্নয়ন বিষয়ক পরিকল্পনা, ২০১৬ সালের কেন্দ্রীয় ও স্থানীয় বাজেট বাস্তবায়নের অবস্থা, ২০১৭ সালের কেন্দ্রীয় ও স্থানীয় বাজেট এবং এনপিসি স্ট্যান্ডিং কমিটির কার্যবিবরণীসহ বিভিন্ন প্রস্তাব গৃহীত হয়েছে।
এদিন সকালে ৯টা ৫১মিনিটে এনপিসি'র পঞ্চম অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।
(জিনিয়া ওয়াং/তৌহিদ)