চীনে দেওয়ানি আইনের সাধারণ বিধি গৃহীত, নিশ্চিত হবে ব্যক্তিগত অধিকার
  2017-03-15 15:15:24  cri
মার্চ ১৫: আজ (বুধবার) চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের পঞ্চম অধিবেশনে বেশ কিছু দেওয়ানি আইন গৃহীত হয়েছে। এর মাধ্যমে চীনা আইনের ইতিহাসে মাইলফলক স্থাপিত হলো। দেওয়ানি আইনের সাধারণ বিধির মাধ্যমে জনগণের ব্যক্তিগত অধিকার নিশ্চিত হলো।

এদিন ২৮৩৮ জন প্রতিনিধি দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের পঞ্চম অধিবেশনের সমাপনী অনুষ্ঠানে অংশ নেয়। দেওয়ানি আইনের সাধারণ বিধি নিয়ে অনুষ্ঠিত ভোটে ২৭৮২ জন পক্ষে এবং ৩০ জন বিপক্ষে ভোট দেন। ২১ জন ভোটদানে বিরত থাকেন।

দেওয়ানি আইনের সাধারণ বিধিতে চীনের দেওয়ানি আচরণের মৌলিক নিয়ম ও সাধারণ নিয়ম নির্ধারিত হয়েছে। এগুলোকে দেওয়ানি আইনের 'ছোট সংবিধান' বলা হয়। এবারের সাধারণ বিধি প্রণয়নের ক্ষেত্রে সার্বিকভাবে ব্যক্তিগত অধিকার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন, প্রথমবারের মতো বড়দের তত্ত্বাবধান ব্যবস্থা উত্থাপন করা হয় এবং বয়স্কদের স্বার্থে জোরালো নিশ্চয়তা দেওয়া হয়। ব্যক্তিগত তথ্য এবং ইন্টারনেটের ভার্চুয়াল সম্পত্তিকে সিভিল অধিকার হিসেবে আইনি সংরক্ষণ ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়।

উল্লেখ্য, গৃহীত দেওয়ানি আইনের সাধারণ বিধিতে মৌলিক নিয়ম, প্রাকৃতিক, লিগ্যাল পার্সন, বেসামরিক অধিকার, বেসামরিক আইনগত আচরণ এবং সিভিল দায়িত্বসহ মোট ১১টি অধ্যায় ও ২০৬টি ধারা রয়েছে। এ বছরের পহেলা অক্টোবর থেকে এসব আইন কার্যকর হওয়ার কথা রয়েছে।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040