মার্চ ১৩: সোমবার বেইজিংয়ে শেষ হলো চীনের দ্বাদশ গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন বা সিপিপিসিসি'র পঞ্চম অধিবেশন। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
অধিবেশনে দ্বাদশ সিপিপিসিসি'র ডেপুটি চেয়ারম্যান হিসেবে লিয়াং চিয়েন ইংকে ঘোষণা করা হয়। দ্বাদশ সিপিপিসিসি'র পঞ্চম অধিবেশনের স্থায়ী কমিটির কর্মপ্রতিবেদন, দ্বাদশ সিপিপিসিসি'র প্রস্তাব কমিটির পঞ্চম অধিবেশনের প্রস্তাব এবং দ্বাদশ সিপিপিসিসি'র পঞ্চম অধিবেশনের রাজনৈতিক রেজোল্যুশন গৃহীত হয়েছে।
সিপিপিসিসি চেয়ারম্যান ইয়ু চেন সেং অধিবেশনে বলেন, সিপিপিসিসি'র বিভিন্ন পর্যায়ের সংস্থা ও সদস্যাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সিপিপিসিসি'র সদস্যদের উচিত রাজনৈতিক চেতনা উন্নত করা, ভালভাবে দায়িত্ব পালন করা, রাজনৈতিক আলোচনায় যথাযথ অংশগ্রহণ করা এবং উত্তম প্রস্তাব দেওয়া। এতে চীন সরকার তার নীতি বাস্তবায়ন করতে পারবে এবং এতে জনকল্যাণ হবে।
(জিনিয়া ওয়াং/তৌহিদ)