চীনের কৃষি সংস্কারে কৃষকদের আয় আরো বাড়বেঃ বাংলাদেশ বিশেষজ্ঞ
  2017-03-13 14:35:36  cri
১৩ মার্চ: চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেস(এনপিসি)-র পঞ্চম অধিবেশন এখন পেইচিংয়ে চলছে। চীন সরকার সব সময় কৃষকদের কল্যাণের ওপর গুরুত্ব দিয়ে আসছে। এবারের দুই অধিবেশনে কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য প্রস্তাব দেওয়া হয়েছে।

চীনের শহরায়ণের পাশাপাশি, অনেক দরিদ্র অঞ্চলের কৃষকরা চাষের কাজ ছেড়ে বাইরে শ্রমিক হিসেবে কাজ খুঁজে। চীন সরকার তাই সিদ্ধান্ত নিয়েছে, কৃষি সরবরাহ ব্যবস্থার সংস্কার প্রণয়নের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তা খুব ভাল এক উদ্যোগ। যেমন কৃষি পণ্যের দাম বাড়ানোর ব্যবস্থা সংস্কার করা, কৃষি খাতে সমর্থন নীতি প্রণয়ন, এবং কৃষি কাজে বিজ্ঞান ও প্রযুক্তির বেশি ব্যবহার ইত্যাদি। এসব ব্যবস্থা বাংলাদেশের কৃষি উন্নয়নেও কার্যকর হতে পারে।

চীনের মত বাংলাদেশেও জনবহুল্য দেশ। কৃষি উন্নয়ন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চীনের কৃষকদের মত বাংলাদেশের কৃষকরাও অনেক পরিশ্রম করে জীবনযাপন করতে হয়। তাদের জীবনমান উন্নীত করা এবং তাদের উত্পাদন কাজে উত্সাহ দেওয়া বাংলাদেশ সরকারের সব সময় চিন্তা করার বিষয়।

কৃষি খাতে চীনের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সুদীর্ঘদিনের। বীজ আমদানি থেকে কৃষি খাতে প্রশিক্ষণ দেওয়া পর্যন্ত, চীন সব সময় কৃষি উন্নয়নে বাংলাদেশ'কে সাহায্য করে আসছে। প্রতি বছরে বাংলাদেশ থেকে অনেক কৃষি বিজ্ঞানীরা চীনে এসে অধ্যায়ন করেন। ভবিষ্যতে দু'দেশের সহযোগিতা আরো গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে।

চীন সরকার চেষ্টা করছে, কৃষি শিল্প সম্বনিত উন্নয়নের দৃষ্টান্ত অঞ্চল নির্মাণ করা, কৃষি বিশিষ্ট অঞ্চল নির্মাণ করা এবং কৃষি ও শহরায়ণের সম্বনিত উন্নয়ন বাস্তবায়ন করতে। এ চিন্তাভাবনা বাংলাদেশের কৃষি আধুনিকায়নেও সহায়ক হতে পারে। চীনের সঙ্গে কৃষি খাতে আরো গভীর সহযোগিতা চালানোর আশাআকঙ্খায় বাংলাদেশ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040