মার্চ ১৩: চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র পঞ্চম অধিবেশনের অন্যতম প্রতিনিধি চোংনান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লু কুই ছিং সিআরআইয়ের সাংবাদিককে সাক্ষাত্কার দেওয়ার সময় বলেন, নির্দিষ্টভাবে দরিদ্র অঞ্চলে সহায়তা দেওয়া ২০১৭ সালে চীন সরকারের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। দারিদ্র্য বিমোচন শুধু দরিদ্র লোকদের অর্থ ও পণ্যের সমর্থন প্রদান করা তা নয়, বরং তাদের দারিদ্র বিমোচনের দক্ষতা প্রশিক্ষণ দেওয়া।
এ সম্পর্কে প্রতিনিধি লু কুই ছিং বলেন, শিল্পপ্রতিষ্ঠান চীনের দারিদ্র্য বিমোচনের দায়িত্ব পালন করতে চাইলে নিজের উন্নয়নের ওপর মনোযোগ দিতে হবে। শিল্পপ্রতিষ্ঠানের সুষ্ঠু উন্নয়ন বাস্তবায়ন হলে তারা আরো বেশি দায়িত্ব বহন এবং সমাজের জন্য আরো বেশি কর্মসংস্থানের সুযোগ প্রদান করতে সক্ষম। (সুবর্ণা/টুটুল)