তিনি বলেন, এ পরিস্থিতিতে চীনের প্রক্রিয়াকরণ শিল্পের রূপান্তর অতি জরুরি। চলতি বছর দুই অধিবেশনে চীনের সরকারি কার্যবিবরণীতে 'চীনের তৈরি ২০২৫' কার্যক্রম একটানা তিন বছরের মতো উল্লেখ করা হয়েছে। চীন এখন শুধু 'বিশ্বের কারখানা' নয়, দেশটির তৈরি পণ্যদ্রব্যের গুণগতমান উন্নত করার পাশাপাশি দামও যুক্তিযুক্ত। চীনের তৈরি পণ্য উত্পাদন ও প্রক্রিয়াকরণ থেকে নব্যতাপ্রবর্তনে পরিণত হয়েছে। চীনের দ্রুতগতি ট্রেনের বিদেশের বিক্রি একটি অতি চমত্কার উদাহরণ।
চীনের প্রতিবেশী দেশ ও বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ হিসেবে ভারত চীনের উন্নয়নের অভিজ্ঞতাও শিখছে। ভারতীয় পণ্যদ্রব্যের বিশ্বে বিক্রির পরিমাণ ও সুনাম উন্নত করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পরিকল্পনা পেশ করেছেন। বৈশ্বিক অর্থনীতি মন্দার প্রেক্ষাপটে চীন ও ভারতের উচিত আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা এবং দেশের অর্থনীতির রূপান্তর ও উন্নতিতে আরো বেশি সুবিধা দেওয়া।(সুবর্ণা/টুটুল)