মার্চ ১৩: চলতি বছর চীনের সরকারি কর্ম-রিপোর্টে "বৈশিষ্ট্যময় শিল্পের উন্নয়ন, শ্রমশক্তিকে প্রয়োজনীয় এলাকায় পাঠানো, শিক্ষা ও স্বাস্থ্যের দারিদ্র বিমোচন" এবং "শহর ও গ্রাম, বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন স্কুলের পার্থক্য কমানো"র কথা উল্লেখ করা হয়েছে। এ সম্বন্ধে চীনের জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য, চিয়াংসি প্রদেশের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান লিউ সিয়াও চুয়াং বলেন, শিক্ষা ক্ষেত্রে দারিদ্র বিমোচন বাস্তবায়ন করতে চাইলে গ্রামাঞ্চলের শ্রেষ্ঠ শিক্ষকদের বেতন বাড়াতে হবে, যাতে তারা গ্রামাঞ্চলে থাকতে পারবে।
তিনি বলেন, বেতন কম হল গ্রামাঞ্চলের শিক্ষকদের সম্মুখীন বড় সমস্যা। দরিদ্র জীবন এবং কঠোর পরিবেশের কারণে গ্রামাঞ্চলের তরুণ শিক্ষকরা সেখান থেকে চলে যায়। তাই তিনি প্রস্তাব দেন যে, গ্রামাঞ্চলের মূল শিক্ষায় সরকারকে আরো বেশি বরাদ্দ দিতে হবে। দরিদ্র ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য এবং গ্রামাঞ্চলের শিক্ষকদের ভর্তুকি বাড়াতে হবে। (শুয়েই/টুটুল)