শহরায়নের জন্য থাকা এবং কর্মসংস্থানের ব্যবস্থা নিতে হবে
  2017-03-13 10:47:08  cri
মার্চ ১৩: চীনের দ্বাদশ জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র পঞ্চম অধিবেশন গত শুক্রবার বিকালে বেইজিংয়ে মহা গণভবনে তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন আয়োজন করে।

অধিবেশনের সদস্য চাও সিয়াও ইয়ুং বলেন, চীনের শহরায়নের লক্ষ্য বাস্তবায়ন করতে সময় প্রয়োজন। গ্রামাঞ্চলের লোকজনকে শহরে স্থানান্তর করায় তাদের জন্য থাকা এবং কর্মসংস্থানের ব্যবস্থা নিতে হবে।

তিনি মনে করেন, গ্রামাঞ্চলের লোকজন শহরে আসার জন্য তাদের জন্য বাড়িঘরের নিশ্চয়তা ব্যবস্থা নিতে হবে, বাড়িঘরের দাম কমাতে হবে এবং নির্মাণের মানদণ্ড বাড়াতে হবে। এ ছাড়া গ্রামাঞ্চলের লোকজনের কাজের দক্ষতা ও সামর্থ্য বাড়াতে হবে। তাদের জন্য প্রশিক্ষণ ব্যবস্থা নিতে হবে। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040