প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংসহ চীনের নেতারা অধিবেশনে উপস্থিত ছিলেন।
সম্মেলনে সর্বোচ্চ গণআদালতের মহাপরিচালক চৌ ছিয়াং ৫টি দৃষ্টিভঙ্গি থেকে ২০১৬ সালে আদালতের দায়িত্ব পালনের অবস্থা তুলে ধরেন। এগুলো হলো, দেশের নিরাপত্তা চিন্তাধারা বাস্তবায়ন, আইন অনুযায়ী অপরাধ দমন এবং মানবাধিকার সুনিশ্চিত করা। উন্নয়নের নতুন ধারণা অনুযায়ী অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা। জনগণের জন্য উন্নত জীবন ও জীবিকা নিশ্চিত করা। কঠোরভাবে আদালত পরিচালনা করা এবং বিশ্বস্ত ও দায়িত্বশীল গণআদালত কর্মকর্তা গড়ে তোলার কথাও বলেন তিনি। সবশেষে সচেতনভাবে জনগণের তত্ত্বাবধান করে বিচারের ন্যায্যতা প্রতিষ্ঠা করার কথা বলেন তিনি।
অধিবেশনে চৌ ছিয়াং ৫টি দৃষ্টিভঙ্গি থেকে ২০১৭ সালের পরিকল্পনা তুলে ধরেন।
সর্বোচ্চ গণঅভিশংসক দপ্তরের মহাপরিচালক ছাও চিয়েন মিং ৮টি দৃষ্টিকোণ থেকে ২০১৬ সালে চীনের অভিশংসক দপ্তরের বিভিন্ন কাজ তুলে ধরেন। যেমন দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষা করা এবং আইন অনুযায়ী গ্রেফতার ও মামলা দায়ের করাসহ বিভিন্ন দায়িত্ব পালন করা, দুর্নীতি দমন করা এবং বিচারের সংস্কার গভীরতর করা প্রভৃতি।
সেই সঙ্গে ২০১৭ সালে অভিশংসক দপ্তরের কাজ প্রসঙ্গে ছাও চিয়েন মিং আইনের সম্পূর্ণ নিশ্চয়তা এবং দুর্নীতি দমনের মাত্রা বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেন।
(লিলি/তৌহিদ)