চীনের দুই অধিবেশনে সংখ্যালঘু জাতির প্রতিনিধিদের চা চক্র
  2017-03-12 15:10:56  cri

মার্চ ১২: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় ইউনাইটেড ফ্রন্ট কর্মবিভাগ, চীনের জাতীয় গণকংগ্রেসের জাতিবিষয়ক কমিশন, জাতীয় জাতিবিষয়ক কমিশন এবং জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতি ও ধর্ম কমিশন গতকাল (শনিবার) সন্ধ্যায় বেইজিংয়ে মহা গণভবনে এক চা চক্রের আয়োজন করে। এতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং, কংগ্রেসের চেয়ারম্যান চাং দ্য চিয়াং এবং লিউ ইয়ুন শানসহ অন্যান্য রাষ্ট্রীয় সদস্যরা উপস্থিত ছিলেন।

দুই অধিবেশনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা সম্মিলিতভাবে দুই অধিবেশনের সফল আয়োজনের জন্য অভিনন্দন জানান এবং চীনের সমৃদ্ধি ও সুন্দর ভবিষ্যত কামনা করেন।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ নেতারা সংখ্যালঘু জাতির জাতিগত পোশাক পরা প্রতিনিধিদের সঙ্গে করমর্দন করেন এবং পরস্পরকে শুভেচ্ছা জানান।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় ইউনাইটেড ফ্রন্ট কর্মবিভাগের মন্ত্রী সুন ছুন লান বলেন, সিপিসির কেন্দ্রীয় কমিটি জাতিগত কার্যক্রমের ওপর বেশ গুরুত্ব দেয়। সংখ্যালঘু জাতির উন্নয়নে কেন্দ্রীয় কমিটি নানা পরিকল্পনা প্রণয়ন করেছে। তিনি বলেন, সবার উচিত সি চিন পিং ও সিপিসি'র নেতৃত্বে চীনের জাতিগত সমস্যা সমাধানের সঠিক পথে অবিচল থাকা এবং জাতিগত স্বায়ত্তশাসিত অঞ্চল প্রশাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়া। পাশাপাশি জাতিগত ঐক্য ও দেশের একীকরণে বিভিন্ন জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা এবং চীনা জাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি প্রতিষ্ঠা করা।

(ওয়াং তান হোং/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040