মার্চ ১১: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (শুক্রবার) সকালে দ্বাদশ জাতীয় গণ কংগ্রেসের পঞ্চম অধিবেশনে আনহুই প্রতিনিধিদলের আলোচনায় অংশ নিয়েছেন।
আলোচনায় লি চিন পিং, লি কুও ইংসহ অন্যান্য প্রতিনিধিরা উন্নয়নের নতুন ধারণা বাস্তবায়ন, নতুন ভারসাম্য প্রতিষ্ঠা এবং ব্যক্তিগত অর্থনৈতিক উন্নতিসহ বিভিন্ন ইস্যুতে বক্তব্য দেন। প্রধানমন্ত্রী লি তাদের সঙ্গে গভীরভাবে মতবিনিময় করেন।
লি বলেন, গত বছর আনহুই'র অর্থনৈতিক প্রতিষ্ঠান ও অর্থনৈতিক কাঠামো সমন্বয়ের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এর ভিত্তিতে আরো প্রচেষ্টা চালালে অর্থনীতি নতুন শক্তি পাবে। মধ্যাঞ্চলে আনহুই'র অবস্থান উন্নত হবে। এক্ষেত্রে ইয়াংযি নদী অর্থনৈতিক বেল্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উন্নতির জন্য সংস্কার জোরদার করা, তত্ত্বাবধান ও সেবা বাড়ানো, অর্থনীতি উন্নত করা, নবোদিত শিল্পোন্নয়ন করা এবং কর্মসংস্থান বাড়ানোর কথাও বলেন প্রধানমন্ত্রী।
(জিনিয়া ওয়াং/তৌহিদ)