কৃষকদের পেশাগত প্রশিক্ষণ দেওয়া উচিত:সিপিপিসিসি'র সদস্য
  2017-03-10 19:02:54  cri
মার্চ ১০: কৃষকদের পেশাগত প্রশিক্ষণ বাস্তবায়ন করলে আধুনিক কৃষির নির্মাণ এবং চীনের কৃষিবিষয়ক ইস্যু সমাধানে সহায়ক হবে। গতকাল (বৃহস্পতিবার) চীনের দ্বাদশ সিপিপিসিসি'র পঞ্চম অধিবেশনের সদস্য, হোবেই কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্পদ ও পরিবেশ বিজ্ঞান একাডেমির প্রধান স্যু হাও এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের ব্যাপক স্বীকৃত কৃষক আসলে কৃষি ক্ষেতে ব্যাপক পরিশ্রম করে। ভবিষ্যতে পেশাগত প্রশিক্ষণ গ্রহণের পর কৃষকদের দায়িত্ব চাকরির মতো চালু করা হবে,তারাও উত্পাদন, প্রশাসন ও ব্যবসার দায়িত্ব পালন করবে। এভাবে কৃষকদের পেশা বাস্তবায়ন করা যায় এবং কৃষক, গ্রাম ও কৃষির সাথে জড়িত সমস্যাও সমাধান করা যায়। কৃষকদের পেশাগত প্রশিক্ষণে একটি দীর্ঘ সময় প্রয়োজন, এতে সমাজের চিন্তাভাবনা ও তত্ত্বের পরিবর্তনও প্রয়োজন। আগামী ৩০ থেকে ৫০ বছরের মধ্যে অন্য চাকরির মতো পেশাদার কৃষক তৈরি হবে বলে মনে করেন তিনি। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040