খোলামেলা-সংস্কার ও উন্মুক্তকরণের পথে চীন
  2017-03-11 16:10:37  cri

সুপ্রিয় শ্রোতা, বর্তমান পেইচিংয়ে দ্বাদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র পঞ্চম অধিবেশন চলছে। চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং অধিবেশনে সরকারি কার্যবিবরণী পেশ করেন। এতে গত বছর সরকারি কাজের ফলাফল সারসংকলন করেন এবং ২০১৭ সালের প্রশাসনিক নীতি বিন্যাস করেন। এ কার্যবিবরণী চীন সরকারের নীতিগত প্রবনতা জানার জন্য খুব গুরুত্বপূর্ণ দলিলপত্র, এজন্য দেশি-বিদেশি অনেক বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করে। জনাব মোস্তাক আহমেদ গালিব চীনের উহান ইউনিভার্সিটি অব টেকনোলাজির 'এক অঞ্চল এক পথ গবেষণা কেন্দ্রে' চীনের 'এক অঞ্চল, এক পথ' বিষয় নিয়ে পোস্ট ডক্টারেল ডিগ্রি করছেন। আজকের খোলামেলা অনুষ্ঠানে আমরা জনাব গালিবের সঙ্গে এবারের দুই অধিবেশনের আলোচিত বিষয়গুলো নিয়ে আলাপ করবো। আপনাদের শুভ কামনায় আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040