হংকংয়ে যোগ্য লোকই প্রশাসক নির্বাচিত হবেন: ওয়াং কুয়াং ইয়া'র আশাবাদ
  2017-03-09 14:59:04  cri

ওয়াং কুয়াং ইয়া

মার্চ ৯: চীনের জাতীয় পরিষদের হংকং ও ম্যাকাওবিষয়ক পরিচালক ওয়াং কুয়াং ইয়া বলেছেন, হংকংয়ের আসন্ন পঞ্চম নির্বাচনে যোগ্য ব্যক্তিই প্রশাসক নির্বাচিত হবেন বলে তিনি আশা করেন।

গতকাল (বুধবার) বিকেলে বেইজিংয়ে 'দুই অধিবেশনের মন্ত্রীপথ'-এ সাংবাদিকদের সামনে এ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগামী ২৬ মার্চ হংকংয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। হংকংয়ের প্রশাসককে হতে হবে দেশপ্রেমিক, কেন্দ্রীয় সরকারের কাছে বিশ্বাসযোগ্য, প্রশাসনিক কাজে দক্ষতাসম্পন্ন ও হংকংয়ের বাসিন্দাদের সমর্থনপুষ্ট।

তিনি আরও বলেন, আগামী পয়লা জুলাই হংকংয়ের মূল ভূভাগের অধীনে ফিরে আসার ২০ বছর পূর্ণ হবে। এ উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকার ও হংকং প্রশাসন একাধিক অনুষ্ঠান আয়োজন করবে। এর মূল লক্ষ্য হবে, হংকংয়ে 'এক দেশ, দুই ব্যবস্থা'-র সাফল্য, হংকংয়ের প্রতি কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন জাতির জনগণের সমর্থন, এবং হংকংকে আরও সামনে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন মহলের প্রচেষ্টার কথা প্রচার করা। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040