টানা কয়েক বছর ধরে চীনে দরিদ্র-মুক্ত জনসংখ্যা প্রতি বছরে ১ কোটি ছাড়িয়ে আসে। গত বছরে দরিদ্র-মুক্ত জনসংখ্যা ১ কোটি ২ হাজার ৪০০ কোটিতে দাঁড়িয়েছে। এ সংখ্যা সারা বিশ্বের মধ্যেও অতুলনীয় বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ সরকার ২০২১ সালে মধ্য-আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য বাস্তবায়নে সর্বপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে দারিদ্র্য বিমোচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এ ক্ষেত্রে বাংলাদেশে ইতোমধ্যে অনেক সাফল্য অর্জিত হয়েছে। এ ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে।
আসলে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের মধ্যে পরাপরি আদানপ্রদান বজায় আসছে। যেমন ক্ষুদ্র ঋণ ব্যবস্থার ক্ষেত্রে। চীনের শিল্পায়নের মাধ্যমে দরিদ্র-মুক্ত বাস্তবায়ন হওয়া একটি খুব কার্যকর পদ্ধতি। তাছাড়া গ্রামাঞ্চলের পর্যটন শিল্প উন্নয়নের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানো তাও আমাদের দেশের গ্রামাঞ্চলের উন্নয়নে একটি নতুন অনুপ্রেরণা।
'এক অঞ্চল, এক পথ' প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে পর্যটন ও অবকাঠামো নির্মাণ ক্ষেত্রে আরো বেশি সহযোগিতা ফলাফল অর্জিত হতে পারে। যাতে দু'দেশের জনগণ এ সহযোগিতা থেকে আরো বেশি উপকৃত হতে পারে।