চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হুয়াং শু সিয়ান
মার্চ ৮: 'দুই অধিবেশন' চলাকালে আজ (বুধবার) সাংবাদিকদের প্রশ্নোত্তরে চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হুয়াং শু সিয়ান বলেছেন, বৃদ্ধাশ্রম নির্মাণ দ্রুত ও বাজার উন্মুক্ত করে সার্বিকভাবে বৃদ্ধাশ্রমের সেবার মান উন্নত করবে চীন।তিনি বলেছেন, বর্তমানে বৃদ্ধাশ্রমের সংখ্যা যথেষ্ট নয় এবং সেবার মানও উন্নত করা প্রয়োজন। এক দিকে বৃদ্ধাশ্রমের নির্মাণ দ্রুত করতে হবে, সংশ্লিষ্ট বাজার উন্মুক্ত করতে হবে। অন্য দিকে চীনের বেসামরিক মন্ত্রণালয় এ সেবার গুণগতমান উন্নত করার জন্য বিশেষ ব্যবস্থা নেবে।
চীনের সমাজে ব্যাপকভাবে প্রবীণদের সম্মান, যত্নসহ সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে উত্সাহ্ দেবে বেসামরিক মন্ত্রণালয়। বিভিন্ন আবাসিক এলাকার কমিউনিটির বৃদ্ধাশ্রম সেবা জোরদার করা হবে বলে উল্লেখ করেন তিনি, যাতে প্রবীণদের জন্য শরীর চর্চার অবস্থান প্রদান করা যায়। (সুবর্ণা/টুটুল)