তিনি বলেন, 'এক অঞ্চল, এক পথ' প্রকল্পে শিক্ষা অতি গুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রতি চীনের শিক্ষা মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়ও 'এক অঞ্চল, এক পথ' প্রকল্প নির্মাণে যুক্ত হয়েছে। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও সক্রিয় ভূমিকা পালন করবে।
তিনি আরো বলেন, 'এক অঞ্চল, এক পথ' সংলগ্ন দেশের সাথে শিক্ষাবিষয়ক সহযোগিতা জোরদার করা চীনের এ প্রকল্প বাস্তবায়নে সহায়ক হবে। বিদেশি শিক্ষার্থীরা চীনে আসার পর চীনা সংস্কৃতি সম্পর্কে আরো বেশি জানতে সক্ষম হবে এবং দেশে ফিরে যাওয়ার পর তাদের এ অভিজ্ঞতা প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে। (সুবর্ণা/টুটুল)