চীন সরকারের ঋণের পরিমাণ জিডিপি'র ৩৬.৭ শতাংশ: অর্থমন্ত্রী
  2017-03-07 16:47:25  cri

চীনের অর্থমন্ত্রী সিয়াও চিয়ে

মার্চ ৭: ২০১৬ সালের শেষ পর্যন্ত চীনের কেন্দ্রীয় ও স্থানীয় সরকারগুলোর মোট ঋণের পরিমাণ ছিল ২৭.৩৩ ট্রিলিয়ন ইউয়ান, যা দেশের জিডিপি'র ৩৬.৭ শতাংশ। আজ (মঙ্গলবার) চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের পঞ্চম অধিবেশনে এ তথ্য জানান চীনের অর্থমন্ত্রী সিয়াও চিয়ে।

অর্থমন্ত্রী দাবি করেন, সরকারের ঋণের হার বেশি নয়। তা ছাড়া, চলতি বছর এ হারে খুব একটা পরিবর্তনও আসবে না।

তিনি বলেন, সরকার কর্মচারীদের বেতন দেওয়ার জন্য ঋণ করে না। এ ঋণ অন্য খাতে বিনিয়োগ করা হয় এবং সে বিনিয়োগ থেকে নতুন সম্পদ সৃষ্টি হয়। তার মানে, এ ঋণের সাথে সম্পদ সৃষ্টির সম্পর্ক আছে।

অর্থমন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকারের ঋণ-ঝুঁকি মোকাবিলায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় বিভিন্ন জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে।(ওয়াং তান হোং/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040