চীনে জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ ছাড়িয়ে যেতে পারে: অর্থনীতিবিদ লি ই নিং
  2017-03-07 10:36:43  cri
মার্চ ৭: চলতি বছর দেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন চীনের জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য অর্থনীতিবিদ লি ই নিং। গতকাল (সোমবার) দ্বাদশ জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের পঞ্চম অধিবেশনের এক সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, 'চীন বর্তমানে পরিবর্তন পর্বে রয়েছে। আগে আমরা উন্নয়নের গতি ও উন্নয়নের পরিমাণকে অগ্রাধিকার দিতাম। আর বর্তমানে দক্ষতা ও উন্নয়নের গুণগত মানকে কেন্দ্র করে এগিয়ে যাওয়া আমাদের লক্ষ্য।' এ পরিবর্তন ও অব্যাহত সংস্কার প্রক্রিয়ায় নতুন অগ্রগতি অর্জিত হয়েছে বলেও তিনি সাংবাদিকদের জানান। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040