মার্চ ৬: চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মহাপরিচালক হে লি ফেং আজ (সোমবার) চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র স্থায়ী কমিটির পঞ্চম অধিবেশনের এক সাংবাদি সম্মেলনে বলেন, গত ৩ বছরে 'এক অঞ্চল, এক পথ' দেশগুলোতে চীন ৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে।
'এক অঞ্চল, এক পথ'-এর নির্মাণ প্রক্রিয়া দ্রুত চলছে তা আনুমানিকের চেয়ে আরো ভাল। বিশ্বের ১০০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাবে তাদের সমর্থন প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যথাক্রমে ৫০ ও ৭০টিরও বেশি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে চীন।
চলতি বছের মে মাসে বেইজিংয়ে অনুষ্ঠিত হবে 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ ফোরাম এবং চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের উদ্যোগে ফোরামের প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজিত হবে বলে জানিয়েছেন হে লি ফেং। (শিশির/টুটুল)