তিন দিনের সফরে ইন্দোনেশিয়া গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2017-03-06 19:00:37  cri

ইন্ডিয়ান ওশ্যান রিম এসোসিয়েশন-আইওআরএ'র ২০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল পৌনে ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছেড়ে যান প্রধানমন্ত্রী। স্থানীয় সময় বিকাল ৩টার দিকে জাকার্তা বিমানবন্দরে পৌঁছান তিনি। ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মেজর জেনারেল আজমল কবির এবং ইন্দোনেশিয়া সরকারের প্রতিনিধিরা শেখ হাসিনাকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান। এরপর মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে সাংগ্রিলা হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে আইওআরএ সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ওইদুদু এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা শ্রীসেনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা। তিন দিনের সফর শেষে বুধবার দেশে ফিরবনে প্রধানমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040