চীনা প্রধানমন্ত্রী পেশকৃত সরকারি কার্যবিবরণীর ওপরে নজর রাখছে সিঙ্গাপুর সংবাদমাধ্যম
  2017-03-06 17:10:22  cri
৬ মার্চ: চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেসে(এনপিসি) চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং যে সরকারি কার্যবিবরণী পেশ করেছেন তার ওপরে নজর রাখছে সিঙ্গাপুর সংবাদমাধ্যম।

গত শনিবার সিঙ্গাপুরের 'নানইয়াং সিন চৌ লিয়ানহৌ জাওবাও' চীনের সরকারি কার্যবিবরণী প্রকাশের আগে চীনের অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে পূর্বাভাস করেছে। খবরে বলা হয়, চীনের অর্থনীতির পর্যবেক্ষকদের জন্য 'দুই অধিবেশন', বিশেষ করে সরকারি কার্যবিবরণী খুব গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। চীনের অর্থনীতি সুষ্ঠু উন্নয়ন হচ্ছে এবং সরকার নীতিগত সংশোধনের ব্যবস্থাও নিচ্ছে। চলতি বছরে অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন বজায় রাখা চীন সরকারের প্রধান কাজ হিসেবে গণ্য করা হচ্ছে।

গত রোববার সিঙ্গাপুরের 'দ্য স্ট্রেটস টাইমস' পত্রিকার ওয়েবসাইটে চীনের সরকারি কার্যবিবরণীরতে গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ করে। তারা বিশেষ করে 'স্বাধীন তাইওয়ান' ও 'স্বাধীন হংকং' সংক্রান্ত বিষয়ের ওপরে নজর রেখেছে। খবরে চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং-এর কথা উদ্ধৃতি দিয়ে বলা হয়, 'স্বাধীন হংকং'-এর কোন ভবিষ্যত নেই। হংকং ও ম্যাকও-এর দীর্ঘমেয়াদী সমৃদ্ধ ও স্থিতিশীল উন্নয়নে আস্থা আছে চীন সরকারের।

(স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040