মার্চ ৬: ২০১৭ সালে চীনের জাতীয় প্রতিরক্ষা বাজেট হবে ১০৪৪৩৯ কোটি ৭০ লাখ ইউয়ান, তা গত বছরের তুলনায় ৭ শতাংশ বেশি। চীনের অর্থ মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল ব্যক্তি আজ (সোমবার) বেইজিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র স্থায়ী কমিটির পঞ্চম অধিবেশনের মুখপাত্র ফু ইং ৪ মার্চ চীনের জাতীয় প্রতিরক্ষা ব্যয় নিয়ে বলেন, যদিও ২০১৭ সালে চীনের প্রতিরক্ষা ব্যয় ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে তবু জিডিপিতে তার অনুপাত মাত্র ১.৩ শতাংশ।
চীনের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি বলেন, চীন সরকার অর্থনীতি ও প্রতিরক্ষার সামঞ্জস্য উন্নয়নের নীতি অক্ষুণ্ণ রাখে। ২০১৭ সালের প্রতিরক্ষা বাজেট প্রায় জাতীয় প্রতিরক্ষা ও বাহিনীর সংস্কার, তৃণমূল বাহিনীর প্রশিক্ষণ ও জীবনযাপনের উন্নয়নে ব্যবহার করা হবে। (শিশির/টুটুল)