মার্কিন গণমাধ্যমে গুরুত্ব পেল চীনা সরকারি কর্ম-প্রতিবেদনসংক্রান্ত খবর
  2017-03-06 15:48:40  cri
মার্চ ৬: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল(রোববার) সকালে দ্বাদশ জাতীয় গণকংগ্রেসে যে সরকারি কর্ম-প্রতিবেদন পেশ করেন, মার্কিন গণমাধ্যমে সে-সংক্রান্ত খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়। অর্থনৈতিক প্রবৃদ্ধিসংক্রান্ত পূর্বাভাস, দূষণ মোকাবিলা, বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও ভালো পরিবেশ সৃষ্টি করা ইত্যাদি প্রসঙ্গে প্রতিবেদনে উল্লেখিত তথ্য মার্কিন গণমাধ্যমগুলোতে বেশি গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রী লি পেশকৃত কর্ম-প্রতিবেদনের মূল বিষয় সম্পর্কে মার্কিন গণমাধ্যমগুলো বলেছে, ২০১৭ সালে চীনের জিডিপি প্রায় ৬.৫ শতাংশ বাড়বে এবং চীনে বিদেশি বিনিয়োগকারীদের সুযোগ-সুবিধা বাড়বে ও সরকারি ক্রয়সহ নানা ক্ষেত্রে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোকে সমান সুযোগ দেওয়া হবে।

ওয়াশিংটন পোস্ট পত্রিকায় বলা হয়েছে, সরকারি কর্ম-প্রতিবেদনে ট্রাম্পের চীন-বিরোধী মন্তব্য সম্পর্কে কিছু বলা হয়নি। তবে, চীনের অর্থনীতি যে বেশকিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে যাচ্ছে, সেটি উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বাণিজ্যে সংরক্ষণবাদের বিরুদ্ধে জোরালো মন্তব্য করে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, চীন বিশ্বে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির চেষ্টা অব্যাহত রাখবে।(ওয়াং তান হোং/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040