প্রধানমন্ত্রী লি পেশকৃত কর্ম-প্রতিবেদনের মূল বিষয় সম্পর্কে মার্কিন গণমাধ্যমগুলো বলেছে, ২০১৭ সালে চীনের জিডিপি প্রায় ৬.৫ শতাংশ বাড়বে এবং চীনে বিদেশি বিনিয়োগকারীদের সুযোগ-সুবিধা বাড়বে ও সরকারি ক্রয়সহ নানা ক্ষেত্রে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোকে সমান সুযোগ দেওয়া হবে।
ওয়াশিংটন পোস্ট পত্রিকায় বলা হয়েছে, সরকারি কর্ম-প্রতিবেদনে ট্রাম্পের চীন-বিরোধী মন্তব্য সম্পর্কে কিছু বলা হয়নি। তবে, চীনের অর্থনীতি যে বেশকিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে যাচ্ছে, সেটি উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বাণিজ্যে সংরক্ষণবাদের বিরুদ্ধে জোরালো মন্তব্য করে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, চীন বিশ্বে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির চেষ্টা অব্যাহত রাখবে।(ওয়াং তান হোং/আলিম)