গতকাল (রোববার) বিকেলে বেইজিংয়ে চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র পঞ্চম অধিবেশনে শাংহাই প্রতিনিধিদলের পর্যালোচনা সম্মেলনে তিনি এ কথা বলেন।
সম্মেলনে প্রতিনিধিদের বক্তব্য শোনার পর সরকারি কর্ম-প্রতিবেদনের প্রতি পুরোপুরি সমর্থন ব্যক্ত করেন সি।
তিনি বলেন, গত বছর আন্তর্জাতিক পরিবেশ ছিলো জটিল ও পরিবর্তিত। এ সময় চীনের অর্থনীতিতে নিম্ন পর্যায়ে চলাচলের চাপ বেড়ে যায়, তবে স্থিতিশীলতা বজায় রাখার সঙ্গে সঙ্গে অগ্রগতি অর্জন করার ভিত্তিতে নতুন উন্নয়নের তত্ত্বে অবিচল থাকে বেইজিং। চীনে সরবরাহব্যবস্থার কাঠামোগত সংস্কার চালু করা হয়েছে এবং সফলভাবে অর্থনীতি ও সমাজ উন্নয়নের বিভিন্ন লক্ষ্যমাত্রা সম্পন্ন করা হয়েছে।
গত বছরের শাংহাইয়ের নব্যতাপ্রবর্তনের উন্নয়ন, কাঠামোগত সংস্কার এবং গভীর সংস্কারের সাফল্যের প্রশংসা করেন সি। শাংহাইয়ের সহকর্মীরা চীনের সংস্কারের দৃষ্টান্ত ও নতুন উন্নয়নের অনুশীলনকারী হিসেবে ভূমিকা পালন করবে এবং অবাধ বাণিজ্যিক পরীক্ষামূলক এলাকা নির্মাণে নতুন সাফল্য অর্জন করবে বলে আশা করেন প্রেসিডেন্ট সি। (সুবর্ণা/টুটুল)