আজকের টপিক--দুই অধিবেশন
  2017-03-07 10:13:47  cri

দুই অধিবেশন, ন্যাশনাল পিপলস কংগ্রেস ও চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স বর্তমানে বেইজিংয়ে চলচ্ছে। তাই আজকের টপিক অনুষ্ঠানে দুই অধিবেশন সমন্ধে আলোচনা করবো।

শিক্ষা, সংস্কৃতি ও বৃদ্ধা এবার দুই অধিবেশনের গুরুত্বপূর্ণ তিনটি ক্ষেত্র। আজকের অনুষ্ঠানে চীন ও বাংলাদেশের এ তিনটি ক্ষেত্রে দেশের নীতি ও অবস্থা শ্রোতা বন্ধুদের কাছে পরিচয় করিয়ে দিবো। বিস্তারিত শুনবেন 'আজকের টপিক' অনুষ্ঠানে। পরিবেশন করচ্ছি আমি জিনিয়া এবং আমি তৌহিদ।

শুরুতেই আমরা শ্রোতাদের জানাবো দুই অধিবেশন সম্পর্কে। এই দুই অধিবেশন আসলে কি?

গত ০৩ মার্চ শনিবার সকালে বেইজিংয়ে শুরু হয়েছে চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের পঞ্চম অধিবেশন। মূলত গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের অধিবেশন ৩ মার্চ বিকেলে এবং জাতীয় গণ কংগ্রেসের পঞ্চম অধিবেশন ৫ মার্চ শুরু হয়। এ দুই অধিবেশন হচ্ছে চীনের গণ কংগ্রেস আর চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সংক্ষিপ্ত নাম। প্রতি বছরের মার্চ মাসে এ দুটি অধিবেশন পর পর অনুষ্ঠিত হয়। গণ কংগ্রেস ও পরামর্শ সম্মেলনের কার্যমেয়াদ পাঁচ বছর। প্রতি বছর একবার জাতীয় পর্যায়ের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়। 'দুটি অধিবেশন' চীনের ব্যাপক ভোটারদের স্বার্থ ও অধিকার প্রতিনিধিত্ব করে। অধিবেশন চলাকালে অধিবেশনে উপস্থিত প্রতিনিধিরা জনগণের পক্ষ থেকে নানা মতামত ও প্রস্তাব করেন।

গণ কংগ্রেস ব্যবস্থা চীনের এক মৌলিক রাজনৈতিক ব্যবস্থা। জাতীয় গণ কংগ্রেস চীনের সর্বোচ্চ ক্ষমতা সংস্থা। জাতীয় গণ কংগ্রেস বিভিন্ন প্রদেশ , স্বায়ত্তশাসিত অঞ্চল , কেন্দ্রশাসিত মহানগর , বিশেষ প্রশাসনিক অঞ্চল আর সৈন্যবাহিনীর গণ কংগ্রেস-প্রতিনিধিদের নিয়ে গঠিত। জাতীয় গণ কংগ্রেস দেশের আইন প্রনয়নের অধিকার প্রয়োগ করে এবং দেশের রাজনৈতিক জীবনের বড় বড় সমস্যা সম্বন্ধে সিদ্ধান্ত নেয়।

আসলে আমার মনে হয় শিক্ষা ও বয়স্ক ইস্যুটি সব দেশের জন্যই গুরুত্বপূর্ণ বিষয়। একটি সুষম সমাজ গড়ে তুলতে এর ভারসাম্য প্রতিষ্ঠা প্রয়োজন।

তৌহিদ, আপনি কি জানেন যে বর্তমানে চীনের শিক্ষা খাতে তীব্র প্রতিযোগিতা রয়েছে। বিশেষ করে বেইজিং, সাংহাই, কুয়াং চৌ ও সেন জেন, এ চারটি শহর চীনের মানুষের কাছে 'বেই-সাং-কুয়াং-সেন'। তারা হয়তো চীনের সেরা চারটি শহর, সেরা শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সেরা রিসোর্স রয়েছে এ চারটি শহরে। সেজন্য যারা শিশুদের ভালো শিক্ষা দিতে চান, সে সব অভিভাবকরা প্রথমে এ চারটি শহরে বসবাস করতে চায়। তারপর যেমন বাড়িঘরের বিষয়টিও তাদের শিক্ষার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

যেমন, বেইজিংয়ের হাইতিয়েন এলাকা শিক্ষার জন্য সবচেয়ে ভাল। তাই বেশিরভাগ বাবা মা তাদের শিশুদের ওই অঞ্চলের স্কুলে ভর্তি করাতে চান। এই এলাকায় একটি বাসা কিনতে চান। কিন্তু বর্তমানে 'বেই-সাং-কুয়াং-সেন'র বাড়ি-ঘরের দাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সেজন্য এবার দুই অধিবেশনে চীনের শিশুসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রছাত্রীদের আরো ভালো ও ভারসাম্যপূর্ণ শিক্ষার পরিবেশ দেওয়ার জন্য নতুন নীতি প্রকাশিত হবে।

আচ্ছা, শিক্ষার পর আমরা বয়স্ক ইস্যুটি নিয়ে আলোচনা করবো। আসলে শুধু চীনেই নয়, বয়স্ক ইস্যুটি বিশ্বের অন্যান্য দেশেও অনেক গুরুত্বপূর্ণ। যেমন জাপান। আমি তাদের মিডিয়ায় দেখেছি,..... ওখানে ৮০ বছর বয়সের দাদু ও দাদিরা এখনো কাজ করছেন।

বয়স্ক ইস্যুকে গুরুত্ব দিয়ে চীনের অনেক নতুন নীতি প্রকাশিত হয়েছে। আর এবার দুই অধিবেশনে সিপিপিসিসি জাতীয় কমিটির সদস্য শুধু তাদের পেইড সংবিধিবদ্ধ ছুটি দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

তৌহিদ, আমি জানতে চাই যে বাংলাদেশ বয়স্ক ইস্যুটি কিভাবে মোকাবিলা করে। আর সেখানে নীতি প্রণয়ন করে এ ইস্যুটির সমাধান কিভাবে করা হয়।

আচ্ছা, অবশেষে সংস্কৃতি নিয়ে আমরা আলোচনা করবো। সাম্প্রতিক বছরগুলোতে, চীনের ঐতিহ্যগত সংস্কৃতি আবার জনপ্রিয় ও একটি হট ইস্যুতে পরিণত হয়েছে। এবং কিভাবে ঐতিহ্যগত সংস্কৃতি বিশ্বের সামনে তুলে ধরা যায়, কিভাবে আরও বেশি দেশ ও মানুষ চীনের সংস্কৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন, তা ন্যাশনাল পিপলস কংগ্রেস ও চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের আলোচনার একটি বিষয় ছিল।

চীনের সংস্কৃতি দেশের ভেতর ও বাহিরে প্রচারের ক্ষেত্রে এই অধিবেশনে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

গত বছরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশে সফর করেন। দু'দেশের নেতারা ২০১৭ সালকে চীন-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ বিনিময় বছর হিসেবে ঘোষণা করেছেন। আমার ধারণা চলতি বছর দু'দেশের আরও প্রচুর সাংস্কৃতিক তত্পরতা অনুষ্ঠিত হবে এবং দু'দেশের মৈত্রী গভীর হবে।

আচ্ছা বন্ধুরা, আজকের টপিক অনুষ্ঠান এখানে শেষ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালু থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়ান। (জিনিয়া ওয়াং/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040