জার্মান তথ্যমাধ্যমে গুরুত্ব পেল চীনের সরকারি কর্ম-প্রতিবেদন
  2017-03-06 10:57:35  cri
মার্চ ৬: জার্মানির তথ্যমাধ্যমে চীনের সরকারি কর্ম-প্রতিবেদনসংক্রান্ত খবর অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। গতকাল (রোববার) বেইজিংয়ে শুরু হওয়া চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র পঞ্চম অধিবেশনে এ প্রতিবেদন পেশ করা হয়। প্রতিবেদনে উল্লেখিত চলতি বছরে চীনের উন্নয়ন লক্ষ্যমাত্রা জার্মান তথ্যমাধ্যমে বিশেষ গুরুত্ব পায়।

জার্মান প্রেস এজেন্সির খবরে বলা হয়, কর্ম-প্রতিবেদনে চলতি বছর চীনের জিডিপি'তে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে আশা করা হয়েছে। তবে, বাস্তবে প্রবৃদ্ধির হার কিছুটা বেশি হতে পারে। গত বছর চীনে খানিকটা ধীরগতিতে অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। অথচ জিডিপিতে ৬.৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ২০১৭ সালে চীন সরকার শহরে এক কোটি দশ লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং শহরের বেকারত্বের হার ৪.৫ শতাংশের মধ্যে সীমিত রাখার লক্ষ্যমাত্রা ঠিক করেছে, যা উল্লেখযোগ্য।

খবরে আরও বলা হয়, চীনা প্রধানমন্ত্রী সরকারি কর্ম-প্রতিবেদনে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিতিশীলতা ও বাণিজ্যে সংরক্ষণবাদের আগ্রাসনের কথা উল্লেখ করেছেন। দক্ষিণ চীন সাগর ও পূর্ব সাগর নিয়ে প্রতিবেশীদের সাথে চীনের মতভেদ এবং এতদঞ্চলে নয়া মার্কিন প্রেসিডেন্টের অনিশ্চিত নীতির কারণে সামরিক ব্যয় ৭ শতাংশ বৃদ্ধির কথাও বলা হয়েছে কর্ম-প্রতিবেদনে, যা তাত্পর্যপূর্ণ। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040