চীনের জাতীয় প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৭ থেকে কমে ৬.৫ শতাংশ
  2017-03-06 10:43:49  cri
বৃহৎ অর্থনীতির দেশ চীনে এ বছরের জাতীয় উন্নয়নে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা কিছুটা কমে ৬.৫ শতাংশ ধরা হয়েছে। যা গতবছর ৭ শতাংশে ছিল বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং।

রাজধানী বেইজিংয়ে দেশটির ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) বার্ষিক অধিবেশনে ভাষণ প্রদানকালে তিনি একথা বলেন।

গত ২৬ বছরের পর ২০১৬ সাল থেকে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা ধীরগতিতে এগুচ্ছে জানিয়ে তিনি বলেন, 'আমি বিশ্ব বাজারের চাহিদা অনুয়ায়ী বৃহৎ কয়লা ও ইস্পাত শিল্প কোম্পানিগুলোর উৎপাদন বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি।'

এবারের বার্ষিক সম্মেলনে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩ হাজারেরও বেশি আইনপ্রণেতা চীনা গ্রেট হলে মিলিত হয়েছেন। প্রতিবছর এনপিসি ও এর উপদেষ্টাদের সম্মিলনে দুই সেশনে পরিচালিত এই অধিবেশন যা 'লিয়ানঘুই' নামে পরিচিত। এটিতে নেয়া সকল সিদ্ধান্তকে দেশটিতে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হয়। (ইত্তেফাক)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040