তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে শান্তিপূর্ণ উন্নয়নের পথ অনুসরণ করবো, বহুপক্ষীয় ব্যবস্থার ক্ষমতা ও কার্যকরিতা রক্ষা করবো, যে-কোনো ধরনের বাণিজ্যিক সংরক্ষণবাদ বিরোধিতা করবো, গভীরভাবে বৈশ্বিক প্রশাসন প্রক্রিয়ায় অংশ নেবো এবং অর্থনীতির বিশ্বায়নকে আরো সহনশীল, পারস্পরিক উপকারিতামূলক, ন্যায়সঙ্গত ও যুক্তিযুক্ত করার প্রচেষ্টা চালাবো।
তিনি বলেন, স্থিতিশীল ও ভারসাম্য উন্নয়নের বড় দেশের সম্পর্ক, সুপ্রতিবেশী ও পারস্পরিক আস্থা ও অভিন্ন উন্নয়নের পরিবেশ গড়ে তুলবে বেইজিং এবং উন্নয়নশীল দেশের সাথে সহযোগিতার মান উন্নীত করবে। এর সঙ্গে সঙ্গে বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যুতে চীন গঠনমূলক প্রস্তাব দাখিল করবে বলেও জানান লি খ্য ছিয়াং। (সুবর্ণা/টুটুল)