এতে আরো বলা হয়, চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির আনুমানিক লক্ষ্য অর্থনৈতিক নিয়ম ও উদ্দেশ্য বাস্তবায়নের সঙ্গে সংগতিপূর্ণ। এ উপাত্ত গত বছরের লক্ষ্যের চেয়ে কম হলেও ৬.৫ শতাংশ এ আনুমানিক লক্ষ্য আরো কার্যকর হবে।
একই দিন প্রকাশিত উন্নয়ন প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে চীনের মোট অর্থনীতি ৭৪ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যায়। গত বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি হার ছিলো ৬.৭ শতাংশ। বিশ্বের প্রধান দেশগুলোর প্রবৃদ্ধির হারের চেয়ে এটি একটি উচ্চ গতির প্রবৃদ্ধি হার। চলতি বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির আনুমানিক লক্ষ্য ৬.৫ শতাংশ হবে। এ হার বজায় রেখে কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। (জিনিয়া ওয়াং/টুটুল)