চীনের দ্বাদশ এনপিসি'র পঞ্চম অধিবেশনে সরকারি নীতি প্রকাশিত
  2017-03-05 15:12:42  cri
আজ (রোববার) সকালে বেইজিংয়ে চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র পঞ্চম অধিবেশন শুরু হয়েছে। এতে চীন সরকারের নীতিও প্রকাশিত হয়েছে। চলমান বৈশ্বিক অর্থনীতির নিম্ন পর্যায়ে চলাচলের প্রেক্ষাপটে বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক সত্তা হিসেবে কিভাবে অর্থনৈতিক উন্নয়নে ইঞ্জিনের ভূমিকা পালন করবে চীন এবং সংস্কারের সন্ধিক্ষণে কি নতুন অগ্রগতি অর্জন করা হবে? এ নিয়ে বিভিন্ন প্রস্তাব পেশ করা হয়েছে।

২০১৬ সালে দেশ বিদেশের বিভিন্ন অসঙ্গতি ও ঝুঁকির সম্মুখীন হলেও চমত্কার কার্যক্রম সম্পন্ন করেছে চীন। যদিও ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনার শুরু সুষ্ঠুভাবে হয়েছে, তবে সরকারি রিপোর্টে চলমান চীনের অর্থনীতি ও সমাজের উন্নয়নে ঝামেলা ও সমস্যা রয়েছে বলে উল্লেখ করেছেন চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং।

তিনি বলেন, 'অর্থনৈতিক ও আর্থিক ঝুঁকি উপেক্ষা করা যাবে না। পরিবেশ দূষণের পরিস্থিতি জটিল, বিশেষ করে কিছু কিছু এলাকায় গুরুতর ও ব্যাপক ধোঁয়াশার ঘটনা ঘটেছে। বাসস্থান, শিক্ষা, চিকিত্সা, ওষুধ ও খাবার নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় সমস্যার সম্মুখীন।

চলতি বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে ৬.৫ শতাংশ। এ লক্ষ্যমাত্রা বাস্তবায়নে প্রেসিডেন্ট সি'র উত্থাপিত 'যা করতে চাও তার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাও' এই নীতি অবলম্বন করা হবে।

সেই সঙ্গে চীন অব্যাহতভাবে ইতিবাচক আর্থিকনীতি ও স্থিতিশীল মুদ্রানীতি চালু করবে বলে লি খ্য ছিয়াং উল্লেখ করেন। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040