২০১৬ সালে দেশ বিদেশের বিভিন্ন অসঙ্গতি ও ঝুঁকির সম্মুখীন হলেও চমত্কার কার্যক্রম সম্পন্ন করেছে চীন। যদিও ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনার শুরু সুষ্ঠুভাবে হয়েছে, তবে সরকারি রিপোর্টে চলমান চীনের অর্থনীতি ও সমাজের উন্নয়নে ঝামেলা ও সমস্যা রয়েছে বলে উল্লেখ করেছেন চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং।
তিনি বলেন, 'অর্থনৈতিক ও আর্থিক ঝুঁকি উপেক্ষা করা যাবে না। পরিবেশ দূষণের পরিস্থিতি জটিল, বিশেষ করে কিছু কিছু এলাকায় গুরুতর ও ব্যাপক ধোঁয়াশার ঘটনা ঘটেছে। বাসস্থান, শিক্ষা, চিকিত্সা, ওষুধ ও খাবার নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় সমস্যার সম্মুখীন।
চলতি বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে ৬.৫ শতাংশ। এ লক্ষ্যমাত্রা বাস্তবায়নে প্রেসিডেন্ট সি'র উত্থাপিত 'যা করতে চাও তার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাও' এই নীতি অবলম্বন করা হবে।
সেই সঙ্গে চীন অব্যাহতভাবে ইতিবাচক আর্থিকনীতি ও স্থিতিশীল মুদ্রানীতি চালু করবে বলে লি খ্য ছিয়াং উল্লেখ করেন। (সুবর্ণা/টুটুল)