মার্চ ৫: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আজ (রোববার) সকালে বেইজিংয়ে দ্বাদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র স্থায়ী কমিটির পঞ্চম অধিবেশনে সরকারি কার্যবিবরণীতে বলেন, গত বছর তার দেশের বৈশিষ্ট্যময় মহাশক্তিধর কূটনৈতিক-নীতি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংসহ চীনের অনেক নেতা বার বার বিভিন্ন দেশে সফর করেছেন। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থার অনানুষ্ঠানিক বৈঠক,শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলন, ব্রিকস নেতাদের সাক্ষাত্, জাতিসংঘ সাধারণ পরিষদের ধারাবাহিক উচ্চ পর্যায়ের সম্মেলন, আসিয়ান শীর্ষসম্মেলন, পূর্ব-এশীয় সহযোগিতাবিষয়ক শীর্ষসম্মেলনসহ বিভিন্ন তত্পরতায় অংশ নিয়েছেন চীনা নেতারা। এসব তত্পরতার ফলে প্রধান বড় দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সার্বিক সহযোগিতা ও উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরো গভীর হয়েছে।
তিনি আরো বলেন, গত বছর চীনা নেতারা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আরো ঘনিষ্ঠ বিনিময় করেছে। তারা ইতিবাচকভাবে 'প্যারিস চুক্তি' এগিয়ে নিয়ে গিয়েছে, দৃঢ়ভাবে দেশের ভূভাগ ও সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষা করেছে।
লি খ্য ছিয়াং উল্লেখ করেন, একটি দায়িত্বশীল বড় দেশ হিসেবে চীন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে গঠনমূলক ভূমিকা পালন করেছে এবং গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বিশ্বের শান্তি ও উন্নয়নে।
(জিনিয়া ওয়াং/টুটুল)