মার্চ ৫: চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র পঞ্চম অধিবেশন আজ (রোববার) সকালে বেইজিংয়ে উদ্বোধন হয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ চীনের পার্টি ও নেতারা এতে অংশ নেন।
চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং অধিবেশনে সরকারি কার্যবিবরণী পেশ করেন। এতে গত বছর সরকারি কাজের ফলাফল সারসংকলন করেন এবং ২০১৭ সালের প্রশাসনিক নীতি বিন্যাস করেন।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্তা হিসেবে বিশ্ব অর্থনীতিতে চীনের ভালোভাবে নতুন ইঞ্জিনের দায়িত্ব পালন, সার্বিক ও গভীর সংস্কারের মাধ্যমে নতুন উন্নয়ন অর্জন, চীনের চিকিত্সা, বাসস্থান ও পরিবেশ রক্ষাসহ জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর তুলে ধরা হয়েছে এ কার্যবিবরণীতে। (জিনিয়া ওয়াং/টুটুল)