ইন্টারনেট নিরাপত্তা আইন প্রয়োগে অভিযান চালাবে চীন
  2017-03-04 15:58:13  cri

মার্চ ৪: চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র স্থায়ী কমিটির পঞ্চম অধিবেশনের মুখপাত্র ফু ইং আজ (শনিবার) সকালে বেইজিংয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, চলতি বছর ইন্টারনেট নিরাপত্তা আইন প্রয়োগে অভিযান চালাবে চীন।

ফু ইং বলেন, ইন্টারনেট উন্নয়ন ও বিগ ডেটা যুগে মানুষের জীবনযাত্রা আরো সুবিধাজনক ও সহজ, তবে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ কঠোর চ্যালেঞ্জের সম্মুখীন। চীন বড় একটি ইন্টারনেট দেশ, তাই চীন এ বিষয়ে আরো কঠোর ও জটিল অবস্থার সম্মুখী। চীন ইতোমধ্যে নানা আইনের মাধ্যমে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ জোরদার করেছে।

ফু ইং বলেন, এ অভিযান বিশেষ করে অবৈধভাবে অন্যদের ব্যক্তিগত তথ্য সরবরাহ ও ইন্টারনেট প্রতারণা দমন করবে। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040