মার্চ ৪: চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র স্থায়ী কমিটির পঞ্চম অধিবেশনের মুখপাত্র ফু ইং আজ (শনিবার) সকালে বেইজিংয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, সিকিউরিটিজ আইনের খসড়ার সংশোধন কাজ শেষ হয়েছে এবং এপিল মাসে এনপিসি'র স্থায়ী কমিটির আলোচনায় উত্থাপন করা হবে।
এর আগে ২০১৫ সালের এপ্রিল মাসে এনপিসি'র স্থায়ী কমিটিতে সিকিউরিটিজ আইনের খসড়া নিয়ে প্রথম আলোচনা অনুষ্ঠিত হয়।
ফু ইং বলেন, সিকিউরিটিজ আইনের সংশোধন দেশের অর্থ বাজারের আইনগত ব্যবস্থার উচ্চ পর্যায়ের অংশ হিসেবে তা বিনিয়োগকারীর অধিকার সংরক্ষণের সঙ্গে জড়িত এবং তার সংশ্লিষ্ট নানা ব্যাপার খুব জটিল। ২০১৫ সালে চীনের শেয়ার বাজারের অস্থিতিশীলতাসহ নানা সমস্যাজনক অভিজ্ঞতার আলোকে নতুন আলোচনার মাধ্যমে এ আইনকে সুসম্পন্ন করা হবে বলে উল্লেখ করেন তিনি। (শিশির/টুটুল)