চীনে ২০২০ সালে দেওয়ানি আইনের সংকলন কাজ শেষ হবে: মুখপাত্র
  2017-03-04 14:50:33  cri
মার্চ ৪: চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র পঞ্চম অধিবেশনে যাচাইকৃত দেওয়ানি আইন নীতিসংক্রান্ত খসড়া প্রস্তাবে যুগের সঙ্গে সঙ্গতিপূর্ণ মর্ম তুলে ধরা হয়েছে, এতে তত্ত্বাবধান ব্যবস্থা, আইনগত ব্যক্তির রকম এবং সীমিত নাগরিক ক্ষমতাসম্পন্ন মানুষের নিম্ন বয়সসীমাসহ বিভিন্ন ক্ষেত্র পূর্ণাঙ্গ এবং সুবিন্যস্ত করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী দেওয়ানি আইনের সংকলন কাজ ২০২০ সালে শেষ হবে বলে অনুমান করা হচ্ছে।

আজ (শনিবার) বেইজিংয়ে এনপিসি'র পঞ্চম অধিবেশনের এক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ফু ইং একথা বলেন।

তিনি বলেন, বর্তমানে আমাদের দেওয়ানি আইন ৩০ বছর আগে সৃষ্টি হয়েছে এবং যা দেশের অর্থনীতি ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ নিশ্চয়তা যুগিয়েছে। এবার যাচাইকৃত এ খসড়া প্রস্তাব সমাজের নতুন পরিস্থিতি অনুযায়ী অনেক সুবিন্যস্ত ও নবায়ন করা হয়েছে।

দেওয়ানি আইননীতির কাজ শেষ করার পর পরবর্তীতে এই আইনের বিভিন্ন অংশের সংকলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ফু ইং জোর দিয়ে বলেন। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040