আজ (শনিবার) বেইজিংয়ে এনপিসি'র পঞ্চম অধিবেশনের এক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ফু ইং একথা বলেন।
তিনি বলেন, বর্তমানে আমাদের দেওয়ানি আইন ৩০ বছর আগে সৃষ্টি হয়েছে এবং যা দেশের অর্থনীতি ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ নিশ্চয়তা যুগিয়েছে। এবার যাচাইকৃত এ খসড়া প্রস্তাব সমাজের নতুন পরিস্থিতি অনুযায়ী অনেক সুবিন্যস্ত ও নবায়ন করা হয়েছে।
দেওয়ানি আইননীতির কাজ শেষ করার পর পরবর্তীতে এই আইনের বিভিন্ন অংশের সংকলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ফু ইং জোর দিয়ে বলেন। (লিলি/টুটুল)