মার্চ ৪: চীনের দ্বাদশ জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির পঞ্চম অধিবেশনের মুখপাত্র ফু ইং আজ (শনিবার) সকালে বেইজিংয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, এবারের অধিবেশনকালে ১৭টি সাংবাদিক সম্মেলন আয়োজিত হবে। প্রতিবারের পূর্ণাঙ্গ অধিবেশনের আগে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল ব্যক্তি সামাজিক বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
ফু বলেন, অধিবেশনের ১১টি কার্যতালিকা রয়েছে। নিয়মিত সরকারি কার্যবিবরণীসহ ৬টি রির্পোট ছাড়াও দেওয়ানি আইনসংক্রান্ত সাধারণ খসড়া নীতি ও ৩টি সংশ্লিষ্ট ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের নির্বাচন প্রস্তাব।
তিনি আরো বলেন, ১৫ মার্চ সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সঙ্গে চীন ও বিদেশি সাংবাদিকরা সাক্ষাত্ করবেন। সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ সভা দেশি-বিদেশি সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিবারের পূর্ণাঙ্গ অধিবেশনের আগে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল ব্যক্তি সামাজিক বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। বর্তমানে নিবন্ধিত রিপোর্টারের সংখ্যা ৩ হাজারেরও বেশি। (জিনিয়া ওয়াং/টুটুল)