সমাজের সুষম ও স্থিতিশীলতা রক্ষায় অবদান রাখতে প্রচেষ্টা চালাবে চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন
  2017-03-04 13:08:57  cri

মার্চ ৪: চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র চেয়ারম্যান ইয়ু চেং শেং গতকাল (শুক্রবার) বেইজিংয়ে দ্বাদশ সিপিপিসিসি'র পঞ্চম অধিবেশনের উদ্বোধনী অধিবেশনে বলেন, ২০১৭ সালে সমাজের সুষম ও স্থিতিশীলতা রক্ষায় অবদান রাখতে প্রচেষ্টা চালিয়ে যাবে সিপিপিসিসি।

তিনি আরো বলেন, যুক্তফ্রন্ট সংগঠন হিসেবে সিপিপিসিসি'র উচিত সার্বিকভাবে সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা,পার্টি ও সরকারের সম্পর্ক সমন্বয়ে সহায়তা করা, মতভেদ মোকাবিলা ও ঐক্য উন্নত করা।

ইয়ু চেং শেং বলেন, সিপিপিসিসি-কে আরো ভালোভাবে চীনা সংস্কৃতি, দেশের সংস্কার, উন্নয়নের সংগ্রামের প্রক্রিয়া ও মহানুভবতা অনুশীলন করতে হবে। চীনা জাতির আত্মবিশ্বাস ও গর্ব আরো উন্নয়ন করতে হবে। আরো ইতিবাচকভাবে ভালো নীতি ও পরামর্শ প্রদান করতে হবে। কর্মসংস্থান ও পুনঃনিয়োগ, শিক্ষাঙ্গনে খাবারব্যবস্থাপনার উন্নয়ন, আরো স্বাস্থ্যকর নেটওয়ার্ক নির্মাণ, চিকিত্সা এবং সংখ্যালঘুদের উন্নয়নসহ বিভিন্ন ইস্যু নিয়ে গবেষণা ও পরামর্শ প্রদান করতে হবে। এ ছাড়া, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে পার্টি ও দেশের নীতি প্রচার করে আরো ভালো এক মিডিয়া পরিবেশ সৃষ্টি করতে হব বলেও উল্লেখ করেন তিনি। (জিনিয়া ওয়াং/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040